শুক্রবার, ৭ জুলাই, ২০১৭

মণ্ডহরফ ভণ্ড লিপি



মণ্ডহরফ ভণ্ড লিপি

অহনলিপি-বাংলা১৪  ফন্ট AhanLipi-Bangla14 font  
ডাউনলোড করে নিজেকে আধুনিক করে তুলুন৤  

অহনলিপি-বাংলা১৪ ফন্ট হল-- 
(১)সেকেন্ড জেনারেশন ফন্ট
(২)স্মার্ট ফন্ট
(৩)বর্ণসমবায় ফন্ট
(৪)আলটিমেন্ট ফন্ট
এবং
(৫)বাংলা ফন্ট টেকনোলজির ফলিত প্রয়োগ৤








লেখাটি অহনলিপি-বাংলা১৪(AhanLipi-Bangla14) ফন্টে পড়তে হবে, নচেৎ লেখাটি দুষ্পাঠ্য হবে৤  

বিনামূল্যে ফন্ট ডাউনলোড লিংক--


গুগুল লিংক https://sites.google.com/site/ahanlipi/  

অথবা  ফন্ট প্যাকেজ ডাউনলোড লিংক:






সঙ্গে দেওয়া ফাইল দেখে নিতে হবে৤

অহনলিপি-বাংলা১৪ ডিফল্ট টেক্সট ফন্ট সেটিং
(AhanLipi-Bangla14 Default text font setting)
Default text font setting ডিফল্ট টেক্সট ফন্ট সেটিং

এবং


অহনলিপি-বাংলা১৪ ডিফল্ট ইন্টারনেট সেটিং
(AhanLipi-Bangla14 Default Internet setting)

(Default font setting ডিফল্ট ফন্ট সেটিং)

on internet(Mozilla Firefox)
(top left) Tools  
              Options--contents
              Fonts and Colors
              Default font:=AhanLipi-Bangla14
                        Advanced...
                                    Fonts for: =Bengali
                                    Proportional = Sans Serif,   Size=20
                                    Serif=AhanLipi-Bangla14
                                    Sans Serif=AhanLipi-Bangla14
                                    Monospace=AhanLipi-Bangla14,  Size=20
                                    -- OK
            Languages
            Choose your preferred Language for displaying pages
            Choose
            Languages in order of preference
            Bengali[bn]
            -- OK
 -- OK

          এবারে ইন্টারনেট খুললে ‘অহনলিপি-বাংলা১৪’ ফন্টে সকলকিছু দেখা যাবে৤ নেটে এই ফন্টে সব কিছু লেখাও যাবে৤






মণ্ডহরফ ভণ্ড লিপি


১৩/০৫/২০১৫ বুধবার

মণ্ডহরফ ভণ্ড লিপি
মনোজকুমার দ. গিরিশ

       বাংলায় আছে অনেক মণ্ডহরফ বা মণ্ডলিপি৤ আমরা সেগুলিকে যুক্তলিপি/ যুক্তবর্ণ/যুক্তাক্ষর/যুক্তব্যঞ্জন বলি৤ যুক্তবর্ণে দুটি বা তিনটি হরফ একত্র মিলে
এক-একটি আলাদা চেহারা নেয়৤ মূল বর্ণগুলির সঙ্গে প্রায়ই তাদের মিল খুঁজে পাওয়া যায় না৤ অর্থাৎ এগুলি আসলে হরফমণ্ড৤ রুটি করার সময়ে যেমন আটার দলা করা হয় এগুলি কার্যত তাই-ই৤ যেমন-- ক্ষ৤ এখানে কোথায় ক, আর কোথায় ষ? দুটো মিলে একটি বিশুদ্ধ দলা৤ জ্ঞ লিখলে বোঝা যায় জ আর ঞ মিলে এদুটি তৈরি৤ কিন্তু আসলে দুটি মিলে দলা পাকানো৤ ইচ্ছে করলে ছাড়ানো যাবে না৤ আবার ষ৏  লিখলে আমরা বুঝি ষ আর ঞ মিলে এটি তৈরি! কিন্তু তাই কি? এটি আসলে ষ আর ণ মিলে গঠিত৤ কীভাবে এটা হল? খানিকটা আন্দাজ করা যাক, তবে সত্যি সত্যি এমনি করে হয়নি-- এর একটা আনুমানিক বিবর্তন এমন হতে পারে--  

 
সে যুগে ণ =


লেখা হত,  
=ল-এর মতো করে, শুধু তার মাত্রাটা বাদ৤ চেহারায় অনেকটা ষ+ঞ মনে হবে৤ বেশিরভাগ লোকই এটিকে ষ+ঞ ভাবেন কারণ তাদের চেহারা তো এমনিই৤ অল্প বয়সি ছাত্রছাত্রীদের পক্ষে বড় কষ্টকর জিনিস৤ যারা বাংলাভাষী নন, তাঁদের কেউ বাংলা শিখতে শুরু করলে তিনি এদের ভয়েই দৌড়ে পালাবেন৤ সেটা কি খুব ভালো হবে? ইংরেজিতে কি এমনি দলা পাকানো হরফ আছে? তর্কের খাতিরে কেউ কেউ বলবেন কেন ‘& তো আছে৤ সেটা যে নিতান্ত তর্ক তা বুঝতে একটুও অসুবিধে হয় না৤ বাংলার এক পুকুর জলের সঙ্গে ইংরেজির এক ফোঁটা জলের তুলনা হাস্যকর৤
       তাই বাংলা লেখার এই দলা পাকানো মণ্ডহরফকে সহজ সরল করতে হবে৤ সেটাই বাংলা প্রচারের, বাংলা শেখার নিশ্চিত পথ৤ সে পথেই আমাদের এগোতে হবে৤






 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন