বুধবার, ৫ জুলাই, ২০১৭

বাংলা কেন শিখব



বাংলা কেন শিখব


অহনলিপি-বাংলা১৪  ফন্ট AhanLipi-Bangla14 font  
ডাউনলোড করে নিজেকে আধুনিক করে তুলুন৤  

অহনলিপি-বাংলা১৪ ফন্ট হল-- 
(১)সেকেন্ড জেনারেশন ফন্ট
(২)স্মার্ট ফন্ট
(৩)বর্ণসমবায় ফন্ট
(৪)আলটিমেন্ট ফন্ট
এবং
(৫)বাংলা ফন্ট টেকনোলজির ফলিত প্রয়োগ৤








লেখাটি অহনলিপি-বাংলা১৪(AhanLipi-Bangla14) ফন্টে পড়তে হবে, নচেৎ লেখাটি দুষ্পাঠ্য হবে৤  


বিনামূল্যে ফন্ট ডাউনলোড লিংক--


গুগুল লিংক https://sites.google.com/site/ahanlipi/  

অথবা  ফন্ট প্যাকেজ ডাউনলোড লিংক:





সঙ্গে দেওয়া ফাইল দেখে নিতে হবে৤

অহনলিপি-বাংলা১৪ ডিফল্ট টেক্সট ফন্ট সেটিং
(AhanLipi-Bangla14 Default text font setting)
Default text font setting ডিফল্ট টেক্সট ফন্ট সেটিং

এবং


অহনলিপি-বাংলা১৪ ডিফল্ট ইন্টারনেট সেটিং
(AhanLipi-Bangla14 Default Internet setting)

(Default font setting ডিফল্ট ফন্ট সেটিং)

on internet(Mozilla Firefox)
(top left) Tools  
              Options--contents
              Fonts and Colors
              Default font:=AhanLipi-Bangla14
                        Advanced...
                                    Fonts for: =Bengali
                                    Proportional = Sans Serif,   Size=20
                                    Serif=AhanLipi-Bangla14
                                    Sans Serif=AhanLipi-Bangla14
                                    Monospace=AhanLipi-Bangla14,  Size=20
                                    -- OK
            Languages
            Choose your preferred Language for displaying pages
            Choose
            Languages in order of preference
            Bengali[bn]
            -- OK
 -- OK

          এবারে ইন্টারনেট খুললে ‘অহনলিপি-বাংলা১৪’ ফন্টে সকলকিছু দেখা যাবে৤ নেটে এই ফন্টে সব কিছু লেখাও যাবে৤






বাংলা কেন শিখব



১৭/০৫/২০১৭ বুধবার৤

বাংলা কেন শিখব
মনোজকুমার দ. গিরিশ

          মানুষ ভাষা কেন শেখে?
          তার মনের ভাব প্রকাশ করার জন্য৤ নইলে তো বোবা হয়ে থাকতে হয়৤ সেটা যে অতি কঠিন অবস্থা তা সকলেই জানেন৤
          মানুষ মাতৃভাষা শেখে স্বাভাবিক ভাবে৤ শিশু বয়সে নিজের কথা বোঝাবার জন্য, অন্যের কথা বুঝবার জন্য-- চেষ্টা করে ভাষা শেখে৤ তখন সে সব কিছু শেখে শুনে শুনে, তখন বই পড়ে কিছু শেখে না৤ তখন যে সে বই পড়তেই পারে না৤ সেই বলা এবং শোনার মধ্যে থাকে অন্তর্নিহিত ব্যাকরণ৤ তাই মাতৃভাষা মানুষ ব্যাকরণ সম্মতভাবে বলে৤ অন্য ভাষা শিখতে হলে সে ভাষার ব্যাকরণ চাই, নইলে ভুল হবে৤ তখন বলা হবে, আমি যাবে, তুমি খাচ্ছে, ইত্যাদি৤
          মাতৃভাষা কাকে বলে? যে ভাষায় মানুষ মনের স্বাভাবিক চিন্তাভাবনা করে সেটাই তার মাতৃভাষা৤ যারা বাংলায় স্বাভাবিক চিন্তাভাবনা করে তাদের মাতৃভাষা বাংলা, তাই তারা বাঙালি৤
          বাংলা একটি অতি শক্তিশালী ভাষা, অত্যন্ত মধুর ভাষা৤ সম্প্রতি তো শোনা যাচ্ছে বাংলা হল বিশ্বের মধুরতম ভাষা৤ বাংলাভাষা সাহিত্যগুণের জন্য নোবেল পুরস্কার পেয়েছে(১৯১৩), আর তা এসেছে কবিগুরু রবীন্দ্রনাথের হাতে৤ জাপানি ‘বাংলাভাষী’ কাজুও আজুমা বলেছেন, “আমি পৃথিবীর কয়েকটি ভাষা শিখেছি৤ বাংলাভাষা সবচেয়ে সুন্দর ও মধুর মনে করি৤ বাঙালি আবেগপ্রবণ জাতি, বাংলাভাষা তার ভাবপ্রকাশের উপযুক্ত ভাষা৤” এসব গৌরব বাংলার মুকুটের শোভা৤
          রবীন্দ্রনাথ রচিত বাংলা গান, “জনগণমন” ভারতের জাতীয় সংগীত৤ পাশের দেশ বাংলাদেশের জাতীয় সংগীত “আমার সোনার বাংলা” গানটিও রবীন্দ্রনাথের রচনা৤ ফলে জনসংখ্যার বিচারে বিশ্বের সবচেয়ে বেশি মানুষ বাংলায় জাতীয় সংগীত গায়৤
          এই সুন্দর এবং শক্তিশালী ভাষাটি সকলে যাতে সহজে শেখার সুযোগ পান তা দেখা দরকার৤ বিশেষ করে প্রত্যেক ভারতীয় যাতে বাংলা শিখবার সুযোগ পান, তার সুনিশ্চিত ব্যবস্থা করতে হবে৤ দেখেছি বিদেশিরা অবধি সুদূর আমেরিকা থেকে এসে কোলকাতায় বাংলা শিখছেন৤ তাই পশ্চিমবঙ্গ সরকার বিদ্যালয়স্তরে বাধ্যতামূলকভাবে বাংলা শেখানোর যে উদ্যোগ নিয়েছেন তা একটি জনহিতকর উদ্যোগ৤ কেন্দ্রীয় সরকারের ভাষা শেখানোর ব্যবস্থা আছে, যেমন NCPUL(National Council for Promotion of Urdu Language), ঠিক তেমনি উচিত ছিল বাংলা শেখাবার জন্য NCPBL(National Council for Promotion of Bangla Language) থাকা৤ এতদিন ধরেও তা কেন হয়নি তা বিস্ময়কর৤ ভারতের শ্রেষ্ঠ ভাষা, নোবেল পুরস্কার পাওয়া ভাষা, জাতীয় সংগীতের ভাষা, রবীন্দ্রনাথের ভাষা, বিশ্বের মধুরতম ভাষা  শেখানোর জন্য কেন যে উদ্যোগ নেওয়া হয়নি তা দুর্বোধ্য৤ ভালো জিনিস, শুভ জিনিসের প্রতি কেন এ অমনোযোগ?
          আরও আশ্চর্যের কথা কয়েকটি ভারতীয় ভাষা কেন্দ্রীয় সরকার থেকে কোটি কোটি টাকা অনুদান পায়, বাংলা কখনও কোনও অনুদান পায়নি৤ কেন পায়নি?
          ভারতের বেশ কয়েকটি ভাষাকে “ধ্রুপদী” ভাষার মর্যাদা দেওয়া হয়েছে, বাংলাকে সে মর্যাদা দেওয়া হয়নি৤ কেন দেওয়া হয়নি? রবীন্দ্রসংগীত বিশ্বজয়ী সংগীত, এই মনোরম সংগীত সবাই শুনুক, তার কার্যকর ব্যবস্থা হওয়া চাই৤
          বাংলায় চলচ্চিত্র নির্মাণ করে সত্যজিৎ রায় অস্কার পেয়েছেন(১৯৯২), ভারতে আর কোনও অস্কার আসেনি, সত্যজিৎ পেয়েছেন ফ্রান্সের অসামরিক সেরা খেতাব, লিজিয়ন অব অনার, সম্প্রতি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের সেই একই সম্মান লাভ বাংলা অভিনয় জগৎকে মহিমামণ্ডিত করেছে৤ মুম্বইতে কিন্তু বিশ্বের সবচেয়ে বেশি সিনেমার ছবি তৈরি হয়৤
শতবর্ষ পূর্বে বাংলায় আসা নোবলও ভারতের অন্য কোনও ভাষার পক্ষে এখনও অধরা৤ তবু কেন যে বাংলার প্রতি সঠিক মনোযোগ দেওয়া হয়না, তা বোঝা কঠিন৤ কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের এই দুর্বলতা কাটিয়ে ওঠা উচিত৤ ভারতের শ্রেষ্ঠ ভাষা বাংলার প্রতি এ অমনোযোগ কর্তব্যে অবহেলা জনিত না হলেই বাঁচোয়া৤
          সম্প্রতি বাংলায় দ্বিতীয় প্রজন্মের ইউনিকোড ফন্ট(হরফসমূহ) তৈরি হয়েছে, যার ফলে বাংলা লেখা, পড়া অনেক সহজ হয়ে গেছে৤ মোটামুটি হরফ পরিচয় হলেই বাংলা লেখা এবং পড়া যাবে৤ অত্যন্ত আধুনিক লজিকের উপরে ভিত্তি করে এই ফন্ট গঠিত৤ ভারতীয় কোনও ফন্টই এখনও এই পর্যায়ে পৌঁছাতে পারেনি৤

          এ ছাড়া, শিশুদের জন্য পাঁচ খণ্ডে বাংলায় তৈরি হয়েছে এমন শিশুশিক্ষার বই যা পড়ে বাংলা শেখা সহজ হয়েছে শুধু নয়, অভিনবত্বে তা অন্য সবাইকে অতিক্রম করে গেছে৤ শিক্ষিত মানুষেরও এতে একবার চোখ বুলিয়ে নেওয়া উচিত৤ তার লিংক:  
(মোট পাঁচ খণ্ড)লেখাপড়া‎‎ -- বাংলা শিক্ষার প্রাথমিক বই৤ প্রথম খণ্ড :

          মাতৃভাষা মানুষের মনুষ্যত্ব বিকাশের পথ, মানুষের ব্যক্তিত্ব স্ফূরণের উপায়৤ তাই মাতৃভাষা মানুষের মানুষ হবার পথ, মাতৃভাষা মানুষের জীবনরথ৤ মাতৃভাষাকে অযত্ন করলে তার মানুষ হবার পথে তা কাঁটা হয়ে থাকে৤
         





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন